চালকদের সচেতনতায় সিএমপি ট্রাফিক বন্দর ও উত্তরের সভা

52

পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন মেনে চলুন, দুর্ঘটনা এড়িয়ে চলুন’ শ্লোগান নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক বন্দর ও উত্তর বিভাগের উদ্যোগে পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের নিয়ে ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ট্রাফিক বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এবং উত্তর বিভাগের অক্সিজেন এলাকায় এ সচেতনতা সভার আয়োজন করা হয়। বন্দর ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) রেজাউল করিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান। এছাড়া সভায় ৮০ জনের মত পরিবহন শ্রমিক, মালিক ও চালক উপস্থিত ছিলেন।
এদিকে নগরীর অক্সিজেন এলাকায় চালক শ্রমিকদের সচেতন করতে ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। বায়েজিদ বোস্তামি ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আমির ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ। এছাড়াও সভায় ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (মুরাদপুর) ই¯্রাফিল মজুমদার, ট্রাফিক পরিদর্শক (চান্দগাঁও) উত্তম কুমার দে, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রæপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, চট্টগ্রাম জেলা যানবাহন মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনছুর আলমসহ ১০০ জনের মত শ্রমিক, মালিক ও চালক উপস্থিত ছিলেন।