চার শিল্প প্রতিষ্ঠানকে পরিবেশের সাড়ে ১০ লাখ টাকা জরিমানা

10

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ দূষণ ও ছাড়পত্র বিহীন শিল্প প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চার শিল্প প্রতিষ্ঠানকে ১০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়। গতকাল কার্যালয়টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিক ২০১০) এর ৭ ও ১২ ধারার আলোকে এসব জরিমানা করা হয়। জানা গেছে, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় কুমিল্লার সূতি টেক্সটাইলকে ১০ লাখ টাকা, কুমিল্লার চান্দিনায় যমুনা ব্যাটারি কো.- কে ১০ হাজার টাকা, কক্সবাজারের ইসলামপুরে কৃষিবিদ সল্ট লিমিটেডকে ৫ হাজার টাকা এবং চট্টগ্রামের সীমা অটোমেটিক রি-রোলিং মিল লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।