চারশ’রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

64

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীস্থ ৩৭৫ শয্যা বিশিষ্ট আধুনিক এবং বহুমূখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিঃ’ (আইএইচএল) এর উগ্যোগে চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় কেরনীহাটে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। কেরানীহাটস্থ রিসোর্টে সম্প্রতি এলাকার প্রায় ৪শ’ গরীব, অসহায় ও দুস্থ রোগীদের মাঝে এ সেবা দেয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন আইএইচএল এর চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলে যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যসেবা প্রদানকারীর এখনো অভাব। বহুমূখী চিকিৎসাকে গ্রামের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চলছে। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমনকী গ্রামের হত দরিদ্র লোকেরা গ্রামে বসেই শহরের আধুনিক চিকিৎসা সেবা পেতে আমাদের আজকের এই আয়োজন। বিশেষ করে প্রান্তিক মানুষের মাঝে চিকিৎসা সেবা ছড়ানোই আমাদের লক্ষ্য। তিনি আইএইচএল এর বিশেষায়িত চিকিৎসা সেবা সম্পর্কে অবগত করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএইচএল এর পাবলিক রিলেশন ম্যানেজার বীরমুক্তিযোদ্ধা ফয়েজ ভূঁইয়া। বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব, আইএইচএল এর চীফ এক্সিউটিভ অফিসার ফিটার বরপি, পিবিএস গ্রæপের চেয়ারম্যান ফরিদুল আলম, বনফুল গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম, অলকেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রমূখ। আইএইচএল এর মিডিসিন, অর্থপেডিক, সার্জারী, গাইনী ও পেডিয়েট্রিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সেবা প্রদান করেন। সেবা প্রদান করেন, আইএইচএল এর সিনিয়র কনসালটেন্ট (সার্জিকেল)ডা. রেজাউল ইসলাম সরকার, কনসালটেন্ট (মেডিসিন)ডা. মোস্তাফিজুর রহমান, কনসালটেন্ট (পেডিয়েট্রিক) ডা. রেজাউল হক, কনসালটেন্ট (পেডিয়েট্রিক)ডা. ফয়সল আহমেদ, সহকারী কনসালটেন্ট (গাইনি) ডা. নুসরাত। সহযোগিতায় ছিলেন নার্স প্রধান উমা সূত্রধর। বিজ্ঞপ্তি