চারদিনেও সন্ধান মিলেনি আনোয়ারার পাঁচ জেলের

27

আনোয়ারায় নিখোঁজ পাঁচ জেলে চারদিনেও উদ্ধার হয়নি। গত শুক্রবার রাতে সেন্টমার্টিনের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে চারটি ট্রলার ডুবির ঘটনায় তারা নিখোঁজ হন। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সোমবার আনোয়ারা উপকূলের বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার সাগরে মাছ ধরতে যায়। শুক্রবার রাতে হঠাৎ বাতাসের বেগ বেড়ে গেলে ঢেউয়ের তোড়ে ডুবে যায় চারটি ট্রলার। এসব ট্রলারে ৪৮ জন মাঝিমাল্লা ছিলেন। এদের মধ্যে ৪৩ জন সাঁতরে অন্য ট্রলারে উঠতে সক্ষম হয়। অন্য ট্রলারে ফিরে আসা জেলেরা জানান, গহিরা এলাকার এই ট্রলারের মাঝি নাসির উদ্দিন, জেলে খাইর আহমদ ও জমির উদ্দিন নিখোঁজ রয়েছেন। তাদের বাড়ি উপজেলার জুঁইদন্ডী গ্রামে। নিখোঁজ জেলেদের সাগরে ভেসে মিয়ানমার জলসীমার দিকে যেতে দেখেছেন তারা। কিন্তু তাদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত হতে পারেননি। ডুবে যাওয়া একটি ট্রলারের মালিক জাহাঙ্গীর আলম বলেন, আমার ট্রলারে থাকা জেলে খোর্দ্দ গহিরা গ্রামের নুরুল ইসলাম ও দুধকুমড়া গ্রামের মো. ইসহাক নিখোঁজ রয়েছেন। তাদের ব্যাপারে অনেক খোঁজখবর নেওয়া হয়েছে। তবে এখনো হদিস মেলেনি। এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সাগরে ট্রলার ডুবির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাদের উদ্ধারের বিষয়ে আমরা কার্যক্রম চালাচ্ছি।