চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ

15

ঝিনাইদহে ধর্ষণ মামলার এক রায়ের সার্টিফায়েড কপি জালিয়াতির ঘটনায় আসামি কবীর বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে, কোনো আইনজীবী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন।
হাইকোর্টে উপস্থাপিত জামিন আবেদনের নথিতে উল্লেখ করা হয়, আসামি কবির বিশ্বাসের সাজা হয়েছে সাত বছর। অথচ এই মামলায় একমাত্র সাজা যাবজ্জীবন। এতে আদালতের সন্দেহ হয়। শুনানি শেষে আসামি কবির বিশ্বাস, কারা কনস্টেবল বিশ্বজিত ও খাইরুল এবং তদবিরকারক চান্দালির বিরুদ্ধে জালিয়াতির মামলার নির্দেশ দেন হাইকোর্ট।