চান্দগাঁও লোকনাথ গীতা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

36

­
চান্দগাঁও লোকনাথ গীতা সংঘের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নগরীর মৌলভী পুকুর পাড়স্থ ভিক্টোরিয়া পার্ক মিলনায়তনে গতকাল ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল-গীতাপাঠ, বাবার পূজা, যজ্ঞ, পাঁচালী পাঠ, নৃত্যাঞ্জলি, ধর্মসম্মেলন, সঙ্গীতানুষ্ঠান ও প্রসাদ বিতরণ। লোকনাথ গীতা সংঘের সভাপতি পুলক কান্তি দে এর সভাপতিত্বে ধর্মসম্মেলনে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। এতে প্রধান অতিথি ছিলেন আজিম গ্র“পের জিএম সমাজসেবক সুলাল কান্তি চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর উপদেষ্টা অধ্যাপক কৃষ্ণা দাশ, রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মানিক কুমার শীল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী পলাশ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দীপংকর চক্রবর্তী দীপ্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিকালদর্শী লোকনাথ ব্রহ্মচারী ছিলেন উদার মানবতাবাদী দার্শনিক। মানবতার মুক্তির মানসে হিমালয়ের সাধনার ফসল লোকালয়ে বিতরণ করেন। তাঁর জীবন দর্শন মানবতার পূজা করতে শেখায়। তিনি ছিলেন সকল জাত-ভেদের উর্ধ্বে। বিজ্ঞপ্তি