চান্দগাঁওয়ে ৮ মামলায় ১৩ গাড়ি আটক

21

নগরীর চান্দগাঁও এলাকার বাস টার্মিনাল ও কাপ্তাই রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৮টি মামলায় ১৩টি গাড়ি আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ। গতকাল সোমবার এসব গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন মোহরা ট্রাফিকের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।
জানা গেছে, কাপ্তাই রাস্তার মাথা ও বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৭টি গ্রাম সিএনজি ট্যাক্সি, ৫টি ব্যাটারিচালিত রিকশা, একটি ট্রাক আটক করা হয়েছে। এছাড়া অসঙ্গতি পাওয়ায় ৮টি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন পূর্বদেশকে বলেন, আমরা আমাদের নিয়মিত অভিযানে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসছি। তারই সূত্র ধরে বহদ্দারহাট বাস টার্মিনাল ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। যেসব গাড়ির কাগজপত্রে অসঙ্গতি রয়েছে সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আর আমাদের অভিযান অব্যাহত থাকবে।