চান্দগাঁওয়ে ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

4

পূর্বদেশ ডেস্ক

নগরের চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী চার পরিবারকে উচ্ছেদ করে উদ্ধার করা হয়েছে ৬ শতক জামি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, জালাল নামের এক ব্যবসায়ী ওই জায়গায় টিন শেডের ঘর নির্মাণ করে শ্রমজীবী ৪ পরিবারকে ভাড়া দেয়। তাকে বারবার নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া দেয়নি। সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। বাংলানিউজ।
তিনি আরও বলেন, যেকোনো অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান পরিচালনায় জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে, জেলা প্রশাসক স্যারের নির্দেশেই এ অভিযান চালানো হয়।
অভিযানে ৬ শতক জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
চট্টগ্রাম মেট্রোপলিটন ও চান্দগাঁও থানা পুলিশ এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মচারীরা এ অভিযানে সহায়তা করেন।