চান্দগাঁওয়ে সড়কে পোশাক শ্রমিকদের সংঘর্ষ

18

চান্দগাঁও থানাধীন স্বাধীনতা কমপ্লেক্সের বিপরীতে থাকা মার্কস গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
গতকাল রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই উত্তেজিত শ্রমিকরা আরাকান সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। পরে চান্দগাঁও থানা ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মার্কস নামক পোশাক কারখানার তিনটি ফ্লোরে প্রায় ৩৫০ জনের মতো শ্রমিক কাজ করে। কাজের ফাঁকে এক নারী শ্রমিকের সাথে পিয়নের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই নারী শ্রমিক পিয়নকে মাথায় আঘাত করলে অন্যান্য শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়ে। ঘটনাটি পুরো গার্মেন্টসে ছড়িয়ে পড়লে দ্বিতীয় ও তৃতীয় তলার শ্রমিকরা উত্তেজিত হয়ে একে অপরের দিকে তেড়ে যায়। এসময় কয়েকজন শ্রমিক আহত হয়।
চান্দগাঁও থানার ওসি মো. মাঈনুর রহমান পূর্বদেশকে বলেন, বেতন নিয়ে নয়, মার্কস গার্মেন্টসের শ্রমিকরা নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়ে। এক নারী শ্রমিক আরেক পিয়নকে রড দিয়ে খোঁচা দিলে দুই ফ্লোরের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় ও তৃতীয় তলার শ্রমিকরা বিভক্ত হয়েই একের অপরের দিকে তেড়ে যায়। এতে কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এরমধ্যে কিছু শ্রমিক রাস্তায় নামলে তাদেরকে তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।