চান্দগাঁওয়ে তিনশ মাদ্রাসা ছাত্রীর জঙ্গিবিরোধী শপথ

35

নগরীর চান্দগাঁওয়ে তিন শতাধিক মাদ্রাসা ছাত্রী জঙ্গিবিরোধী অবস্থানে থাকার শপথ নিয়েছেন। গতকাল রবিবার সকালে হুমায়রা (রা.) মহিলা ফাজিল মাদরাসায় এ শপথ অনুষ্ঠিত হয়। সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ আয়োজিত ‘জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা-শিক্ষার্থী সমাবেশে’ এ শপথ নেন ছাত্রীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।
অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। একজন মুসলমানের কাছে অন্য মুসলমান এবং সাধারণ মানুষ বেশি নিরাপদ থাকবে এটাই ইসলামের শিক্ষা। আমার জানামতে, ইসলাম ধর্ম কখনো জঙ্গিবাদকে বিশ্বাস করে না।’
সভাপতির বক্তব্যে সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রামের সমন্বয়ক এড. জিনাত সোহানা চৌধুরী বলেন, যারা ধর্মের অপব্যাখ্যা, ভুলব্যাখ্যা, মনগড়া ব্যাখ্যা দিয়ে আমাকে, আপনাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে, তাদের প্রতি সজাগ থাকতে হবে। মানুষ হত্যা কোনো ধর্মই সমর্থন করে না। নিরীহ মানুষ হত্যা করলে যারা বেহেশতের টিকিট পাওয়ার কথা বলে তারা ভুলব্যাখ্যা দিয়ে মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে।
প্রধান বক্তা মাওলানা ফররুখ আহমদ বলেন, কোনো ছাত্র, শিক্ষকের আচরণ অস্বাভাবিক কিংবা সন্দেহজনক মনে করলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৯৯৯ এ ফোন করে জানাবেন।
এতে আরো বক্তব্য রাখেন, ফ্লোরিডা আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ এমরান, প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ নুরুল আবসার, চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মুহাম্মদ রেজাউল করিম, মাওলানা মুহাম্মদ ইউনুস প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্ট এন্ড ইয়ুথ উইংস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইমরান রাজু, সাহিদুল আলম সাকিব, সৌরভ মুৎসুদ্দি ও সুমাইয়া আহমেদ মুন।