চান্দগাঁওয়ে কর্মহীনদের ত্রাণ বিতরণ

9

সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, করোনার এমন পরিস্থিতিতেও সরকার কর্মহীন মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। কর্মহীন মানুষ যাতে খাদ্য সংকটে না পড়েন সেদিকে লক্ষ রেখে বিভিন্ন প্রনোদনা দিয়ে সাহায্য অব্যাহত রেখেছেন। যাতে করে কর্মহীন নি¤œআয়ের মানুষগুলো না খেয়ে কষ্ট না পায়। বর্তমান সরকারের আমলে যেমন ব্যাপক উন্নয়ন হয়েছে, ঠিক তেমনি দারিদ্রের হারও অনেকাংশে কমে এসেছে। ২৭ জুলাই মঙ্গলবার সকালে চান্দগাঁও এলাকায় মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মহামারি করোনা পরিস্থিতি থেকে নিজে, পরিবার ও দেশকে রক্ষা করতে হলে সরকারের নীতিমালা অনুসরণ করতে হবে। তিনি অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক নুর মোহাম্মদ নুরু, চান্দগাঁও ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন খালেক সাইফু, মোহাম্মদ শামসুল হক, প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।