চান্দগাঁওয়ে অবৈধ সংযোগে বাসাবাড়িতে বিদ্যুৎ গ্রেপ্তার ১

12

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি চক্র কোটি কোটি টাকা আয় করছে। নগরীর বিভিন্ন এলাকায় এ চক্রের দৌরাত্ম্য বেড়েছে। গতকাল চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগে বিদ্যুৎ চুরির মূল হোতা মো. নাসেরকে গ্রেপ্তার করা হয়েছে। কালুরঘাট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ এবং পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দগাঁও থানাধীন বেপারী পাড়ার আব্দুল কাদের বাড়ির মফিজুর রহমান মিতুর ছেলে। কালুরঘাট বিদ্যুৎ বিক্রয়-বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।
জানা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চুরি করে অবৈধভাবে বিভিন্ন বাসাবাড়ি ও ক্ষুদ্র শিল্পকারখানায় বিদ্যুৎ সংযোগ দিয়ে একটি চক্র কোটি টাকা আয় করছিল। এ চক্রটি ধরতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছিল বিদ্যুৎ বিভাগ। চান্দগাঁও থানাধীন বরিশাল বাজারের মুছা কলোনিতে অবৈধ সংযোগ দেওয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ বিভাগ ও পুলিশ। অভিযানে একটি বাড়িতে বৈদ্যুতিক মিটারে বাইপাস সংযোগ করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হাতেনাতে নাসেরকে আটক করা হয়। এরপর তাকে সঙ্গে নিয়ে আরও বেশ কয়েকটি অবৈধ সংযোগ দেওয়ার তথ্য ও প্রমাণ মেলে। পরে নাসেরকে সঙ্গে নিয়ে মুছা কলোনির গলির ভেতরে বহুতল ভবনে ১২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ বিভাগ। পরে মুছার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা করা হয় এবং বেশকিছু বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। চান্দগাঁও থানার উপ-পরিদর্শক আজিজুল হক বলেন, নাসের ইলেকট্রিশিয়ান হিসেবে এলাকায় পরিচিত। এছাড়া দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চুরির সঙ্গে সম্পৃক্ত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।