চাটগাঁ ডাইজেস্টের বর্ষপূর্তি অনুষ্ঠান কাল শুরু

2

আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে মাসিক চাটগাঁ ডাইজেস্ট এর ২৮তম বর্ষপূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. সুলতান আহমদ। প্রাক্তন যুগ্ম সচিব প্রফেসর ড. জয়নাব বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন চেয়ারম্যান প্রফেসর ড. সেলিম উদ্দিন এফসিএমএ, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নুরুল আমীন ও চট্টগ্রাম প্রেসক্লাব এর প্রাক্তন সভাপতি কলিম সরওয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের শীর্ষ ২০ সিনিয়র ব্যাংকারকে সম্মাননা প্রদান করা হবে। তারা হচ্ছেন- মো. মুজিবুল হক (বাংলাদেশ ব্যংক), মোহাম্মদ জাকারিয়া (জনতা ব্যাংক লি.), মো. শাহাজাহান চৌধুরী (রূপালী ব্যাংক লি.), নুর-উল আরসাদ চৌধুরী (ঢাকা ব্যাংক লি.), মো. মাহতাবুর রহমান (এবি ব্যাংক লি.), কায়েস চৌধুরী (ব্র্যাক ব্যাংক লি.), মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ (ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.), মোহাম্মদ আজম (এআইবিএল), সুবীর দাশগুপ্ত (সিটি ব্যাংক লি.), এবিএম মিজানুর রহমান (ট্রাস্ট ব্যাংক লি.), মোহাম্মদ সেলিম চৌধুরী (সাউথ বাংলা এগ্রিকালচারাল এন্ড কমার্স ব্যাংক লি.), ইকবাল পারভেজ চৌধুরী (আইএফআইসি ব্যাংক লি.), আলী তারেক পারভেজ (এনসিসি ব্যাংক লি.), সৈয়দ মো. সোহেল (সোশ্যাল ইসলামী ব্যাংক লি.), রাশেদ সরওয়ার (শাহজালাল ইসলামী ব্যাংক লি.), মো. রাশেদুল আমিন (সাউথ ইস্ট ব্যাংক লি.), মোহাম্মদ তারেক উজ জামান (স্ট্যান্ডার্ড ব্যাংক লি.), চৌধুরী মহিউদ্দিন (এনআরবিসি ব্যাংক লি.), জাহানারা বেগম (ওয়ান ব্যাংক লি.), মোহাম্মদ বেলাল (বাংলাদেশ কমার্স ব্যাংক লি.)। বিজ্ঞপ্তি