চাক্তাই নজুমিয়া মসজিদ কমিটির অর্থ সহায়তা

73

উরকিরচর গাউছিয়া মুহাম্মদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ, চাক্তাই নজু মিয়া সওদাগর জামে মসজিদের খতিব, বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী বলেছেন,- বৈশ্বিক মহামারী করোনাকালীন এ কঠিন সময়ে মানুষ যখন একে অপরকে দুরে ঠেলে দিচ্ছে, যে মূহুর্তে মানুষ আতংক-ভীতিতে বিধ্বস্ত ঠিক তখনই সর্বপ্রকার মৃত্যুঝুঁকি উপেক্ষা করে করোনা বিপর্যস্তদের পাশে ছুটে যাচ্ছে একেএমবির স্বেচ্ছাসেবকরা। রোগী পরিবহনে এম্বুলেন্স সেবা, শ্বাসকষ্ট রোগীদের অক্সিজেন সেবা, মৃতদের গোসল, কাফন, জানাযা, দাফন শৎকার ইত্যাকার সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। মানবতার এ বিপর্যয়ে কারও নিরব দর্শকের ভূমিকা মোটেও কাঙ্খিত নয়। যেকোন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আলেম সমাজের অনস্বিকার্য ভূমিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেই তিনি কোভিড-১৯ এ বৈশ্বিক মহামারীতেও সম্মানিত আলেম ষমাজ সহ সকল পেশাজীবিদের স্ব স্ব অবস্থান থেকে সম্ভাব্য সহায়তার হস্ত প্রসারিত করার জন্য উদাত্ত আহবান জানান। পাশাপাশি একেএমবির এ জনহিতকর কর্মকান্ডে দেশের অপরাপর সকল বিত্তবানদের এগিয়ে আসার উপরও তিনি গুরুত্বারোপ করেন । গত ১৬ জুলাই বৃহস্পতিবার বাদে জোহর বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা হাসান রেজার মাধ্যমে চাক্তাই নজুমিয়া (সওঃ)জামে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একেএমবিকে ২৮৮৩৪ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ পরিচালনা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জনাব বেলাল হোসাইন চৌধুরী, অর্থ সম্পাদক ইলিয়াছ, সদস্য এম নাছির উদ্দীন, এম হারুনুর রশিদ, মুজিবুল হক,মাওলানা জালাল উদ্দীন, নবি হোসেন মসজিদের সহকারী ইমাম মাওলানা খাইরুল বাশার, আব্দুল্লাহ আল নোমান,হুজুরের শাহজাদা তৌসিফ রেজা কাদেরী ও এম মনজুর অসংখ্য মুসল্লিরা। একেএমবি বোর্ড অব ট্রাস্ট এর পক্ষে প্রকল্প সদস্য এম আবু সাদেক সিটু এ সহায়তা গ্রহণ করেন। পরিশেষে বাংলাদেশ সহ বিশ্ব থেকে এ অভিশপ্ত অদৃশ্য করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া ও মুনাজাত করা হয়।