চাক্তাই-খাতুনগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

2

নিজস্ব প্রতিবেদক

কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করার অভিযোগে চাক্তাই-খাতুনগঞ্জের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল রবিবার সকালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
তিনি জানান, একটি চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে আগাম চিনি কিনে বেশি দামে বিক্রি করে ইবনাত ট্রেডার্স বাজার অস্থিতিশীল করছিল বলে অভিযোগ পাওয়া যায়। একই অভিযোগ ছিল নিশাত ট্রেডিংয়ের বিরুদ্ধেও। প্রতিষ্ঠান দুটি পাইকারিতে প্রতিকেজি চিনি ৯৭-৯৮ টাকা বিক্রি করছিল। অভিযান চালিয়ে খাতুনগঞ্জের ইবনাত ট্রেডিংকে ১৫ হাজার টাকা ও চাক্তাইয়ের নিশাত ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আর জানান, প্রতিষ্ঠান দুইটি নকল ভাউচার দেখিয়েছে। সেগুলোতে সিল, সই কিছু নেই। তারা যে প্রতিষ্ঠান থেকে ওই চিনির বিপরীতে ভাউচার নিয়েছেন দাবি করেছেন, তা প্রতিষ্ঠানটি সঠিক নয় বলে জানিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।