চাকা ফেটে সিলেট বিমানবন্দরে আড়াই ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ

4

পূর্বদেশ ডেস্ক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে একটি যাত্রীবাহী উড়োজাহাজের চাকা ফেটে প্রায় আড়াই ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ ছিল। গতকাল শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের উড্ডয়নকালে এ ঘটনাটি ঘটে বলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ জানান।
তিনি আরও জানান, অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে উড্ডয়নের জন্য রানওয়েতে গেলে সেখানে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছিল। দুর্ঘটনার পর বিমানবন্দরের রানওয়ে বন্ধ হয়ে যায়।
এরপর বিকাল ৩টা ৪৫ মিনিটে রানওয়ে থেকে উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হলে আবার বিমান ওঠা-নামা শুরু হয় বলে জানান বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন। খবর বিডিনিউজের