চাকরি হারানোর শঙ্কায় বার্সা কোচ

27

কিকে সেতিয়েনের ওপর বার্সেলোনা টিম ম্যানেজম্যান্ট থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা ছিল প্রচুর। তার কাছে বার্সার সোনালি দিন ফেরার আশাও দেখছিলেন অনেকে। কিন্তু ছয় মাস না যেতেই যেন বদলে গেল সবকিছু।
চলতি বছরের জানুয়ারিতে বার্সেলোনার দায়িত্ব নেয়া সেতিয়েন, জুলাই মাসে এসেই আশঙ্কায় আছেন চাকরি হারানোর। এর পেছনে কারণ একটাই, গত দুই মৌসুমে জেতা লিগ শিরোপা এবার ধরে রাখতে পারেনি বার্সেলোনা। যার দায় খেলোয়াড়দের পাশাপাশি রয়েছে কোচেরও।
লিগ শিরোপা হারালেও, বার্সেলোনার সামনে এখন রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ। আগামী আগামী ৮ আগস্ট নাপোলির বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লড়বে বার্সেলোনা। সেই ম্যাচে ন্যুনতম ড্র করতে পারলেই মিলবে কোয়ার্টারের টিকিট। কিন্তু সেতিয়েন এখনও নিশ্চিত নন, সেই ম্যাচে বার্সার ডাগআউটে তিনি থাকবেন কি না। ’