চাঁদের নিচে ‘তারার’ দৃশ্যে কৌতূহল

71

পূর্বদেশ ডেস্ক

বাংলাদেশের আকাশে তৃতীয়ার চাঁদের নিচে ‘তারার মতো’ কিছু দেখে মানুষের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় দৃশ্যটি দেখার পর খবরটি ফোনে ফোনে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। কেউ কেউ এই দৃশ্যটি ক্যামেরায় ধারণও করেছেন। শুধু বাংলাদেশেই নয়, পশ্চিবঙ্গ থেকেও এমন দৃশ্য দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। দৃশ্যটি দেখার পর কৌতূহলী মানুষ ফোনে ফোনে একে অপরকে দেখতে বলছে। কেউ কেউ বলছে, আকাশে চাঁদ দেখেছি, তারা দেখেছি; কিন্তু চাঁদের নিচে তারকা কখনও দেখিনি। দেখা গেছে সন্ধ্যার পর চাঁদ যত নিচে নামছি, ‘তারা সদৃশ্য’বস্তুটিও নিচে নামছিল। খবর বিডিনিউজের
বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, ‘আমিও দেখছি, অনেককেই বলছি দেখতে। আসলেই এমনটি এর আগে কখনও দেখা যায়নি।’
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলীম বলেন, ‘বগুড়ার আকাশে ‘সাঈদী দেখার গুজব’ হয় কিন্তু চাঁদের নিচে তারা, এটা গুজব নয়। উপভোগ করলাম দৃশ্যটি।”
বগুড়ার ধুনট উপজেলার মিন্টু মÐল বলেন, ‘চাঁদের নিচে তারা আমার ৫০ বছরের জীবনে দেখিনি। কারণ কি?’
শুধু বাংলাদেশেই নয় পশ্চিমবঙ্গ থেকেও এমন দৃশ্য দেখার খবর মিলেছে। পশ্চিমবঙ্গের বালুর ঘাট থেকে মিঠু সাহা ও মাধব মিত্র বলেন, তারাও ‘চাঁদের নিচে তারা’ দেখেছেন। এর আগে কখনও দেখেননি।
মিঠু সাহা বলেন, ‘আপনারা দেখুন। রীতিমতো হৈচৈ পড়ে গেছে।’