চসিক বাজার মনিটরিং কমিটির সভা

3

সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তার কার্যালয়ে গত মঙ্গলবার চসিক বাজার মনিটরিং স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা, বাজারের প্রতিটি দোকানে মূল্য তালিকা ও ওজন পরিমাপক যন্ত্র স্থাপন বাধ্যতামূলক, বিভিন্নস্থানে বসা অননুমোদিত/অস্থায়ী বাজার উচ্ছেদ, ইজারাদাররা চুক্তি লংঘন করে অতিরিক্ত হাসিল আদায় প্রতিরোধ করা এবং আসন্ন ঈদ-উল-আযহ্া’র আগে মেয়র, বাজার মনিটরিং কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্পেশাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার পরিদর্শনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা শেষে বাজার মনিটরিং কমিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, মো. গিয়াস উদ্দীন, কাউন্সিলর হাজী নুরুল হক, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, নুরুল আলম, আব্দুল বারেক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, এস্টেট অফিসার জসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি