চসিক পরিচালিত স্কুলে শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা

16

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষা ও অবকাঠামোগত মান উন্নয়নে এক মতবিনিময় সভা সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা কার্যালয়ের আবদুল খালেক মিলনায়তনে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন আর ছাত্রছাত্রী বাড়লে শিক্ষার মানের উন্নতি হয়না। মান সম্পন্ন শিক্ষার জন্য সঠিক ব্যবস্থাপনা দরকার। যাতে ছাত্রছাত্রীরা শিক্ষার মাধ্যমে বেকারত্বের অভিশাপে না ভোগে। তিনি বলেন, আমরা স্কুল কলেজে যে শিক্ষা দিয়ে আসছি তাতে দেশে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হলে আমাদের নিম্ম মাধ্যমিক পর্যায় থেকে পাঠসূচীতে ট্রেড কোর্স অন্তভুর্ক্ত করতে হবে। ভোকেশনসাল আর ট্রেডকোর্সের মাধ্যমে আমাদের অর্থনীতি মজবুত হবে। বেকারত্ব ঘুচবে। আগামী বছর থেকে এসব বিষয়গুলো পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মো. খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বেলা। এছাড়া মিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি