চসিক আইসোলেশন সেন্টার থেকে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ৫ জন

20

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত সিটি কনভেনশন হল আইসোলেশনের গত ২৩ জুন থেকে কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথমবারের মত কোভিড-১৯ পজেটিভ ৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। আইসোলেশন সেন্টারের পরিচালক ডা. সুশান্ত বড়ুয়া জানিয়েছেন, সুস্থ হওয়া এই ৫ জন পজেটিভ সনাক্ত হওয়ার পর ৭ দিন নিজেদের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নতর চিকিৎসার জন্য তারা এই আইসোলেশন সেন্টারে ভর্তি হন। তাদের সুস্থতা অর্জনের পথে গত পহেলা জুন নমুনা সংগ্রহ করা হয় এবং আজ এর নেগেটিভ রিপোর্ট এলে তাদেরকে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেয়া হয়। ছাড়পত্র পাওয়া সুস্থ রোগীরা হলেন, জাহানারা আক্তার শিল্পী ও তার মেয়ে সাহানা আকতার, ছেলে নাজিম জাওয়াদ ছাড়া অন্য দু’জন হলেন শাহাদাত হোসেন ও ৭১ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরোর সাংবাদিক প্রনদেশ চক্রবর্তী। সুস্থ হওয়া করোনামুক্তরা বলেন, আমরা এই আইসোলেশন সেন্টার থেকে প্রয়োজনীয় চিকিৎসা এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের কাছ থেকে যথেষ্ঠ সেবা পেয়েছি। এখানকার ব্যবস্থাপনাও ক্রুটিমুক্ত এবং করোনা আক্রান্তদের জন্য এই চিকিৎসা সেবা কেন্দ্রটি একটি শুভ উদ্যোগ। এজন্য তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ ম নাছির উদ্দীনের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন। তাদেরকে ছাড়পত্র দিয়ে হাততালি ও ফুল দিয়ে বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন ডা.মুজিবুল আলম চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. শাহজাহান হেলালী, ডা. সুবিমল বড়য়া, খুকু মনি বড়ুয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি