চসিকের ৪ ওয়ার্ডে দরিদ্ররা পেলেন সেলাই মেশিন

54

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সিটি গভরনেন্স প্রকল্পে দারিদ্র হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন কর্মসূচির আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪টি ওয়ার্ডে ১০টি কমিউনিটিতে ২১দিনব্যাপী ৩০ জন সুবিধাভোগী দরিদ্র মহিলাকে দর্জি বিজ্ঞান শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষনের সমাপণী দিনে প্রত্যেককে ১টি করে মোট ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভাপতিত্ব করেন বস্তি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ৯ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসীম।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর মো. গিয়াস উদ্দীন, আবিদা আজাদ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী (জয়)। উপস্থিত ছিলেন সিজিপি প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মনোরঞ্জন মজুমদার, সিনিয়র বস্তি উন্নয়ন কর্মকর্তা সনজিৎ কুমার দাস, সোসিও ইকোনোমিস্ট মো. মাহমুদুল হাসান চৌধুরী, আরবান প্ল্যানার রবি মং মারমা, গভরনেন্স ফেসিলিটেটর চুন্ন হোসেন, ট্রেনিং ফেসিলিটেটর মো. শাখাওয়াত প্রমুখ। বিজ্ঞপ্তি