চসিককে জনবান্ধব ও স্বনির্ভর প্রতিষ্ঠানে উন্নীত করতে হবে

15

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জনবান্ধব ও স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র আব্দুস সবুর লিটন। গত রবিবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চসিকের বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নিজের আয় বাড়াতে হবে এবং সেবাগ্রহীতাদের আরো ভালো সেবা প্রদানের মাধ্যমে জন-আস্থা অর্জন করতে হবে। নগর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাস্তাঘাট চলাচল উপযোগী এবং আলোকায়ন করতে হবে। প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা, আবু ছালেহ, ঝুলন কুমার দাশ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. রেজাউল করিম, স্পেশাল ম্যাজিষ্ট্রেট মনীষা মহাজন, শিক্ষা কর্মকর্তা উজালা রাণী চাকমা, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, শাহিনুল ইসলাম, মির্জা ফজলুল কাদের, মো. রেজাউল বারী ভূঁইয়া, আনোয়ার জাহান ও জয়সেন বড়–য়া। ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, চট্টগ্রাম শহরে প্রচুর পাহাড় থাকায় বৃষ্টি হলেই পাহাড়ের মাটি এসে নালাগুলো ভরাট হয়ে যায়। এর ফলে দুটি সমস্যা তৈরি হয়।
একদিকে জলাবদ্ধতা হয়ে মানুষের ঘর-বাড়ি ডুবে যায়। অন্যদিকে বৃষ্টির পানি জমে মশা বৃদ্ধি পায়। আমরা বর্ষার আগেই নালাগুলো পরিষ্কার করে ফেললে এ দুটি সমস্যা থেকেই সমাধান পেতে পারি। এসময় তিনি সড়ক আলোকায়নের উপর গুরুত্বারোপ করেন। চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে পদক্ষেপ নেয়ার বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র বলেন, আজকের শিশুরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। এজন্য সিটি কর্পোরেশন পরিচালিত যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট আছে সেগুলোতে দ্রæত নিয়োগদান করতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে নিজ আয়ের উপর ভালোভাবে চলতে পারে সে ব্যাপারে দ্রæত পদক্ষেপ নিতে হবে।