চরতী ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন

30

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত থাকতে হবে। তৃণমূলকে সংগঠিত করতে ইউনিট পর্যায়ের কমিটিগুলোতে দক্ষ, পরিশ্রমী, জনসম্পৃক্তদের গুরুত্ব দিতে হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সভানেত্রী আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তৃণমূলকে ভালবাসেন, দেশের মানুষকে ভালবাসেন। দেশের মানুষের মুখের দিকে থাকিয়ে জীবনকে বাজী রেখে, মৃত্যুকে জয় করে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শুধু আওয়ামী লীগের প্রয়োজনে নয়। দেশবাসীর উন্নয়নের জন্য।
চরতী ইউনিয়ন তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি একথা বলেন। চরতীর উত্তর ব্রাহ্মণডেঙ্গা বঙ্গবন্ধু চত্বরে সংগঠনের সভাপতি মো. নুর হোসেনের সভাপতিত্বে জাতীয় সংগীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন চরতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চরতী ইউনিয়ন সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মো. জসীম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল হক, নুরুল মোস্তফা চৌধুরী, শফিকুল আলম তালুকদার, সাইফুল ইসলাম, ফরিদুল আলম, সোহেল মোহাম্মদ মনজুর, আবু ইউচুফ বাবু, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন খান মিন্টু, আবুল হোসেন, নাছির উদ্দীন, আবদুল মালেক খান, হারাদন দাশ, আবু ছালেহ, আবুল কাশেম চৌধুরী, নুরুল আমিন মেম্বার, লোকমান হোসেন, মাহবুবর রহমান, আনোয়ার হোসেন, রহমত আলী, ইকবাল হোসেন চৌধুরী, সুমন দাশ গুপ্ত, সোহরাব হোসেন চৌধুরী শুভ, শিবলী নোমান মিটু, মির্জা সোহেল, মো. জয়নাল, মাসুদ বিন সায়েম, ইমতিয়াজ উদ্দিন মানিক, বজল আহমেদ প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে মো. নুর হোসেন কে সভাপতি এবং ফরিদুল আলম কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি