চরণদ্বীপ দরবার শরীফে মিলাদ মাহফিল

21

রাসুলে করিম (দ.)’র ব্যঙ্গচিত্র প্রকাশ এবং ফ্রান্স সরকার কর্তৃক মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলাম ও প্রিয় নবীজির শানে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানান চরণদ্বীপ দরবার শরীফের পীরে ত্বরিকত হযরতুলহাজ শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী। গত ৩ নভেম্বর চরণদ্বীপ দরবার শরীফ স্বেচ্ছাসেবক সংগঠন কর্তৃক আয়োজিত ৪১তম ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন দরবারের নায়েবে মোন্তাজেম হযরতুল আল্লামা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী ও শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী। এতে তকরির পেশ করেন হযরতুলহাজ মাওলানা ইদ্রিছ আনসারী, মাওলানা শায়েস্তা খান আজহারী, হযরতুলহাজ মাওলানা ইছহাক আনসারী, হযরত মাওলানা ফরিদুল আলম জামী, হযরত মাওলানা নেজাম উদ্দীন নিজামী, মাওলানা এনামুল হক কুতুবী, মাওলানা মুনির উদ্দীন মারুফ প্রমুখ। এতে প্রতি বছরের ন্যায় এ বছরেও আল্লামা শাহ অছিয়র রহমান হেফজখানা ও এতিমখানার সদ্য হিফজ সমাপ্তকারী ছাত্রদের দরবারে ফজিলত প্রদান করা হয়। মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং করোনা মহামারি থেকে বিশ্ববাসীর মুক্তি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী। বিজ্ঞপ্তি