চমেক হাসপাতাল মন্দিরে গীতা শিক্ষা স্কুল উদ্বোধন

5

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে গীতা শিক্ষা স্কুল উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৪ অক্টোবর শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষার এই বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। মন্দির কমিটির সভাপতি খোকন কান্তি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নিতাই প্রসাদ ঘোষ। অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মন্দির কমিটির সেক্রেটারি রাজু মজুমদার, উপদেষ্টা শম্ভু দাশ, সিনিয়র সহসভাপতি লায়ন স্বপন কুমার বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি লেখক খনরঞ্জন রায়। মন্দির কমিটির যুগ্ম সম্পাদক অজিত দে সঞ্চালনা করেন। বিজ্ঞপ্তি