চমেক হাসপাতাল নতুন ১৭ ডেঙ্গু রোগী শনাক্ত

33

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এসব রোগী শনাক্ত হয়। চমেক হাসপাতালের তথ্য মতে, এ পর্যন্ত ২৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৬ জন রোগী। অন্যরা সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন।
চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ বলেন, এখানে নিয়মিত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। সেবা নিয়ে সুস্থ হয়ে অনেকেই হাসপাতাল ছাড়ছেন। আগে তিনটি ব্লকে ৬০টি শয্যা ছিল। এখন সেটি ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। হাসপাতালে সেবা নিতে আসা আক্রান্ত রোগীদের বেশিরভাগের অবস্থা ভালো। কয়েকজন রোগীর অবস্থা খারাপ ছিল, তবে তারা যথাযথ সেবা পেয়ে সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া গরীব ও অসহায় রোগীর বিনামূল্যে ডেঙ্গু শনাক্তের জন্য এনএসওয়ান পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হচ্ছে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।