চমেক হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের অনুষ্ঠান

23

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি রোগ বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৈজ্ঞানিক কর্মশালা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের মাঝে কিডনি রোগ শনাক্তকরণ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি ও কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইসমাইল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দীপ্তি চৌধুরী, অধ্যাপক ডা. এম এ কাশেম, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, অধ্যাপক ডা. এ এম এম এহতেশামুল হক, অধ্যাপক ডা. মনোয়ার উল হক, ডা. মোহাম্মদ ইমরুল কায়েস। অনুষ্ঠানে কিডনি রোগ বিভাগের বিগত দিনের সকল কর্মকান্ড তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে চিকিৎসকদের মাঝে কিডনি রোগ শনাক্তকরণ বিষয়ক চারদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।