চমেক হাসপাতালে এপিক হেলথ এর পিপিই প্রদান

316

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তারদের রোগী দেখার সময় করোনা ভাইরাস সংক্রমন থেকে সুরক্ষিত থাকার জন্য পিপিই প্রদান করেছে এপিক হেলথ কেয়ার। গতকাল ডাক্তারদের ব্যবহারের সুবিধার্থে এসব পিপিই প্রদান করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে উপ-পরিচালক ডা. মো. আফতাবুল ইসলাম এসব পিপিই গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক বিএমএ চট্টগ্রাম এবং এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, ডিরেক্টর অপারেশন ডা. এনামুল হক, ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জসিম উদ্দিন, ম্যানেজার (মার্কেটিং) সুমন রঞ্জন ভৌমিক ও ম্যানেজার (মার্কেটিং) মো. আমিরুল ইসলাম। এসব পিপিই গ্রহণ করে চমেক হাসপাতালের উপ-পরিচালক ও বিএমএ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক এ ধরনের সেবামূলক কর্মকান্ডে অংশ নেয়ার জন্য এপিক হেলথ কেয়ারকে ধন্যবাদ জানান। তারা বলেন, এই দুর্যোগ মুহূর্তে এসমস্ত পিপিই ডাক্তার এবং রোগীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখবে। এপিক হেলথ কেয়ারের মত প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে হাসপাতালগুলোতে রোগিদের সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে। বিজ্ঞপ্তি