চমেকে শিক্ষার্থীকে মারধর ডাকা হয়েছে সাধারণ সভা

14

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসের কক্ষ থেকে তুলে নিয়ে চারজন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আইসিইউতে রাখা দুই শিক্ষার্থীর অবস্থা উন্নতির দিকে। আজকে সাধারণ সভা ডেকেছে কলেজ কর্তৃপক্ষ। এ সভা থেকেই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার সিদ্ধান্ত হবে। তবে আহতদের জবানবন্দি শোনার পরেই তদন্ত কাজ শুরু হবে বলে জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার।
তিনি বলেন, আহতদের চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। আহতরা এখনো ঘটনার কারণ এবং কারা মেরেছে তা নিয়ে কিছুই বলেনি। আগামীকাল (আজ) জেনারেল মিটিং কল করেছি। সভায় ঘটনাটি তদন্তের সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের এক বছরের জন্য গঠিত অভিযোগ নিষ্পত্তি কমিটির সদস্যরা ঘটনাটি তদন্ত করবেন। এরপরেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এখন দুই শিক্ষার্থীর অবস্থা ভালোর দিকে। তবে পর্যবেক্ষণের জন্য আইসিইউ থেকে এখনোও বেডে রাখা হয়নি। গত বুধবার চমেকের কয়েকজন ছাত্র তাদেরকে বেদম প্রহার করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ছেড়ে দেয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও কোনরূপ ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। ছাত্রলীগের কয়েকজন বহিস্কৃত নেতা এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আহত আরও দুই ছাত্রকে পিটিয়ে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।