চমেকে চালু হচ্ছে ‘এফসিপিএস’ কোর্স

12

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চালু হচ্ছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস (বিসিপিএস) অনুমোদিত এফসিপিএস কোর্স। চলতি বছরের জুলাই থেকে এ কোর্স চালু হবে।
গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) কর্তৃক জুলাই/২০২২ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে মেডিসিন, সার্জারি, প্রেডিয়াট্রিক্স ও অবস্ এন্ড গাইনী বিষয়ে এফসিপিএস কোর্স চালু করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
একই সাথে প্রেডিয়াট্রিক্স নেফ্রোলজি, সার্জিকেল অনকোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারি ও কলোরেক্টাল সার্জারি বিষয়ে দুই বছর এবং নিউনেটোলজি বিষয়ে তিন বছরের এফসিপিএস কোর্স চালু করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, অক্টোবরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) একটি দল চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় কোর্স পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা।