চমেকের পিসিআর ল্যাবে বিএমএ’র সুরক্ষাসামগ্রী

24

চট্টগ্রাম এর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সুনিশ্চিত করার জন্য প্রয়োজন চিকিৎসকদের যথাযথ নিরাপত্তা সামগ্রী এবং পরিবেশ। এ লক্ষ্যে বিএমএ, চট্টগ্রাম শাখা শুরু থেকেই কাজ করে আসছে। গত ৪ মে চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের জন্য বিএমএ, চট্টগ্রাম শাখা কৃর্তক অধ্যক্ষ মহোদয়ের নিকট চিকিৎসা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। সরবরাহকৃত সামগ্রীর মধ্যে পিপিই লেবেল-২ (৫০পিস), পিপিই লেবেল-৩ (৫০পিস), স্টারাইল সার্জিক্যাল গ্লাভস ১০০পিস, সার্জিক্যাল মাস্ক, কেএন ৯৫ মাস্ক, সু কভার ও গগলস সরবরাহ করা হয়। এসময় বিএমএ, চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান, ও সাধারন সম্পাদক ডাঃ মোঃ ফয়সল ইকবাল চৌধুরী উপস্থিত, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান এর নিকট উক্ত সামগ্রী হস্তান্তর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএমএ যুগ্ন সাধারন সম্পাদক ডা. মো. রবিউল করিম, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মো. এহসানুল হক কাজল, সহকারী অধ্যাপক ডা. আবুল কালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ বিএমএ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিএমএ নেতৃবৃন্দ ভবিষ্যতে এধরনের আরো সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি