চবি সায়েন্টিফিক সোসাইটির আইটি কর্মশালা

19

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটির উদ্যোগে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির হিসাববিজ্ঞান বিভাগের হলরুমে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অংশ নেয় সংগঠনের দেড় শতাধিক সদস্য। এতে কারিগরি সহায়তা দেয় ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। উদ্বোধনী পর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) এর সভাপতি মিনহাজুর রহমান শিহাব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলনাহার আক্তার তৃশা ও সাধারণ সম্পাদক আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ জাওয়াদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান রনি, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম সিফাত শাহরীন স্বচ্ছ, আইটি সম্পাদক উম্মে সাদিয়া, সহ-আইটি সম্পাদক ওয়াসিফ মুরসালিন সাদনান, যোগাযোগ সম্পাদক সিফাতুল ইসলাম মিজান, ইকরামুল হক, সৌরভ তালুকদার, রেজানুর রহমান হৃদয়, মো. ওজায়ের, মোজাম্মেল হক সজীব, জুলিয়া আক্তার, নাজিফা ইবনাত প্রমুখ।