চবি শিক্ষক প্রফেসর ড. এম. ইমদাদুল হকের ইন্তেকাল

2

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতিবিজ্ঞান বিভাগের বরেণ্য শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এম. ইমদাদুল
হক (৬৮) গত রবিবার বিকেল ৪টায় ঢাকার ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ড. ইমদাদুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের কৃতি ছাত্র ছিলেন। তিনি চবি রাজনীতিবিজ্ঞান বিভাগে শিক্ষকতা ছাড়াও ছিলেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি। পরবর্তীতে তিনি কিছুদিন ব্রাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানে শিক্ষকতা করেছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিনি প্রফেসর এন্ড চেয়ার অব দ্য ডিপার্টমেন্ট অব হিস্টোরি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও রাজনীতিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। তাঁরা প্রফেসর ইমদাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।