চবি মূল ফটক অবরোধ ক্ষুব্ধ শিক্ষার্থীদের

19

শাটল ট্রেন না চলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটক অবরোধ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় শাটল ট্রেন যথাসময়ে ছাড়া, বহিরাগত নিষিদ্ধসহ বেশ কয়েক দফা দাবি উত্থাপন করা হয়। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মূল ফটক আটকে দিয়ে অবরোধ করা হয়। পরে সোয়া ৫টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। এ সময় দুইটি বাসে শিক্ষার্থীদের শহরে পৌঁছে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত এক মাস ধরে খেলোয়াড়দের যাতায়াত, রেললাইন সংস্কারসহ বিভিন্ন কারণে নিয়মিত শাটলের শিডিউলে বিপর্যয়ের ঘটনা ঘটছে। গতকাল শনিবার শহরগামী বিকাল ৪টার শাটল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেন ছাড়েনি। এ সময় ক্ষুব্ধ হয়ে মূল ফটকে তালা দেয়। এসময় শিক্ষার্থীরা যথাসময়ে ট্রেন ছাড়া, শাটলের বগি বৃদ্ধি, যথাসময়ে ট্রেন পৌঁছানো, বহিরাগত যাতায়াত নিয়ন্ত্রণ, রাতে পরিবহনের বেশি ভাড়া আদায় বন্ধ ও বগি সংস্কারের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, নিয়মিত শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটলে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না। বিকাল ৪টার শাটল ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে ট্রেনের সঙ্গে যুক্ত করলে ট্রেন ছাড়ে না। ট্রেনের চালক বলছে, ইঞ্জিন বিকল। তাহলে ইঞ্জিন ঘুরিয়ে ট্রেনের সঙ্গে যুক্ত করলো কিভাবে!
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হানিফ মিয়া সাংবাদিকদের বলেন, রবিবার শিক্ষার্থীদের সাথে বসে সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।