চবি ভর্তি পরীক্ষায় এবার আবেদন দু লক্ষাধিক

14

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হয়েছে। গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে আবেদনের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত প্রায় ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। তবে ফি জমাদানের সময় এখনও শেষ হয়নি। আজ শনিবার রাত ১২ টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমাদানের সময় শেষ হওয়ার পর এবারের ভর্তি পরীক্ষায় মোট প্রতিযোগীর সংখ্যা জানা যাবে। গতকাল শনিবার এসব বিষয় জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম। তিনি বলেন, এ পর্যন্ত মোট আবেদন পড়েছে ২ লাখ ১৪ হাজার ৩২৯ জন। তবে এখনও অনেকে ফি জমা দেননি। ফি জমা দেয়ার সময় শেষ হওয়ার পর মোট ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা জানা যাবে।
এর আগে আবেদনের শেষ সময় ছিল গত বুধবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এদিন দুপুর পর্যন্ত প্রায় দুই লাখ শিক্ষার্থী আবেদন করেন। পরে আবেদনের সময়সীমা আরো দু’দিন বাড়ানো হয়। ফলে আরো ১৪ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন।
চবি আইসিটি সেল সূত্রে জানা গেছে, এবার ‘এ’ ইউনিটে ৭৭ হাজার ৭৫৬ জন, ‘বি’ ইউনিটে ৫৬ হাজার ৭১০ জন, ‘সি’ ইউনিটে ১৭ হাজার ৮৩২ জন এবং ডি’ ইউনিটে ৫২ হাজার ৪৮৮ শিক্ষার্থী আবেদন করেছেন।
অন্যদিকে, বি-১ ইউনিটে আবেদন করেছেন ২ হাজার ৭৫৫ জন, সি-১ গ্রুপ মানবিক শাখায় ৮১১ জন, সি-২ গ্রæপ বিজ্ঞান শাখায় ২ হাজার ৫৭৯ জন ও ডি-১ ইউনিটে ৩ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬ টি। ‘এ’ ইউনিটে আসন ১ হাজার ২১৫টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১, ‘সি’ ইউনিটে ৬৪০ এবং ‘ডি’ ইউনিটে ৯৫৮টি আসন আছে। উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫ ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।
আগামি ১৬ মে চবির ভর্তি পরীক্ষা শুরু হবে, শেষ হবে ২৫ মে। ১৬ ও ১৭ আগস্ট ‘এ’
ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ আগস্ট সকালে বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা হবে।