চবি নবীন প্রভাষকদের প্রশিক্ষণ কর্মশালা

7

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে নিয়োগপ্রাপ্ত নতুন প্রভাষকদেও ‘প্রফেশনাল ডেভেলোপমেন্ট প্রোগ্রাম’র শীর্ষক ৬ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১৭ জানুয়ারি চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন এর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি আইসিটি সেলের পরিচালক চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী। আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী চবি বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে নিয়োগপ্রাপ্ত নবীন প্রভাষকদের অভিনন্দন জানান এবং চবি আইকিউএসি কর্তৃক ৬ দিনব্যাপি এ কর্মশালা সফলভাবে সুসম্পন্ন হওয়ায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। এ কর্মশালা হতে লব্ধ জ্ঞান শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠ দান, গবেষণা ও কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে উপ-উপাচার্য (একাডেমিক) আশাবাদ ব্যক্ত করেন। পরে উপ-উপাচার্য (একাডেমিক) প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।