চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

6

পূর্বদেশ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেয়। অন্যদিকে সিএফসির (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) নেতাকর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেন।
একপর্যায়ে উভয়ে পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১৩ জন নেতাকর্মী আহত হয়।
ছাত্রলীগ কর্মীরা জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক শেখ নাজমুল গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে মূল ফটক অবরোধ করেন নেতাকর্মীরা।
তারপর থেকেই ছাত্রলীগের বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে গত মঙ্গলবার মধ্যরাতে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র এবং হাটহাজারী আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগ নেতারা।
বিজয় গ্রুপের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ বলেন, আগামী ২৫ জানুয়ারির মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার আশ্বাস দিয়েছিলেন দুই নেতা। কিন্তু কমিটির কার্যক্রম পন্ড করতেই এ হামলা চালানো হয়েছে। বিনা উসকানিতে সভাপতির অনুসারীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। খবর বিডিনিউজের
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা তাদেরকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’