চবি কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণসভা

13

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা ৫ জুন চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেলা ২ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আলী হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ নাজিম উদ্দিন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, কর্মচারীরা বিশ্ববিদ্যালয় পরিবারের একটি অঙ্গ। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাদের সহায়ক ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, আমাদের প্রাণের এ বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হলে সবাইকে স্ব স্ব দায়িত্ব-কর্তব্যের প্রতি অধিকতর সচেতন হতে হবে। প্রত্যেককে কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করলে অফিসের কোন কাজ পড়ে থাকবে না। মাননীয় উপাচার্য কর্মচারীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে উর্ধতন কর্মকর্তাদের আদেশ-উপদেশ মেনে কর্তব্য কাজে নিষ্ঠাবান হওয়ার আহবান জানান। তিনি কর্মচারীদের ন্যায্য দাবী-দাওয়াসমূহ যথানিয়মে পূরণের আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি