চবি উপাচার্যের সাথে সিইউডিএস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

70

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) নবনির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ গতকাল দুপুর সাড়ে ১২টায় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, সিইউডিএস এর মডারেটর চবি আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান, নবনির্বাচিত কমিটির সভাপতি ইনতিছার বিন ইসমাইল, সহ-সভাপতি নুর ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক কাজী তৌফিকা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম জাহান সায়মা, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আস্আদ এবং ইভেন্ট এন্ড লজিস্টিক সম্পাদক শাফায়েত হোসাইন শিহাব সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য সিইউডিএস এর নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিইউডিএস একটি উঁচুমার্গের বিতর্ক সংগঠন। লেখাপড়ার পাশাপাশি এ সংগঠনের সদস্যবৃন্দ সৃজনশীল প্রতিভা বিকাশে বিভিন্ন কর্মকাÐের সাথে নিবিড়ভাবে জড়িত। উপাচার্য এ সংগঠনের সদস্যবৃন্দদের পড়ালেখার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে নিজেদের অধিকতর দক্ষ, যোগ্য ও বহুমাত্রিক মানবসম্পদে পরিণত হওয়ার আহŸান জানান। বিজ্ঞপ্তি