চবি উপাচার্যের সাথে ফরাসী ইতিহাসবিদের সৌজন্য সাক্ষাৎ

10

 

ফরাসী ইতিহাসবিদ ও শিল্পকলা সংগ্রাহক প্রফেসর আঁলা মনতাখেল ২৪ অক্টোবর দুপুর দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর প্রণব মিত্র চৌধুরী, চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া ও প্যারিস আর্ট স্কুলের ছাত্র শিল্পী রাজিব শেখ উপস্থিত ছিলেন।
উপাচার্য অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান এবং প্রফেসর আঁলা মনতাখেল আগ্রহী হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখতে আসায় উপাচার্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। পূর্বাহ্নে অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের গ্যালারিসমূহ ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি