চবি উপাচার্যের সাথে গবেষক ভেলেন্টাইনের সৌজন্য সাক্ষাৎ

5

 

ইউনিভার্সিটি অব ভিয়েনার সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যানথ্রোপোলজি বিভাগের পিএইচডি গবেষক মিস ভেলেন্টাইন জিভিল্লো ৫ ডিসেম্বর দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন। এসময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, গবেষকের বাংলাদেশস্থ লোকাল সুপারভাইজার চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নাসির উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক এবং চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিস ভেলেন্টাইন জিভিল্লো বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। বিজ্ঞপ্তি