চবি উপাচার্যের সাথে ইস্ট চায়না নরম্যাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

17

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন এর আমন্ত্রণে চীনের ইস্ট চায়না নরম্যাল ইউনিভার্সিটির স্টেট কি ল্যাবরেটরি এন্ড কোস্টাল রিসার্চ প্রতিষ্ঠানের দ্ইুজন প্রতিনিধি অধ্যাপক ড. জিং ঝোং এবং অধ্যাপক ড. লিজুন হি গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. মো. এম মারুফ হোসেন এবং উক্ত ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব আয়শা আক্তার, জনাব মুহাম্মদ মুস্তফা মনোয়ার ও ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন।
উপাচার্য অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। উপাচার্য আরও বলেন, বাংলাদেশস্থ চায়না দূতাবাসের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস সেন্টারের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। জ্ঞান-গবেষণার নব নব দিগন্ত উন্মোচনের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চীন প্রজাতন্ত্রের বিভিন্ন বিশ^বিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও পারস্পরিক গবেষণার সুযোগ সৃষ্টিতে মাননীয় উপাচার্য চীনা প্রতিনিধি দলের সহযোগিতা কামনা করেন।