চবি’র ১৫ শিক্ষার্থী পেল ভালোবাসার থলে

82

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রদুভার্ব থেকে রেহাই পেতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে করে মেসে অবস্থানরত চবি’র শিক্ষার্থীদের চলতে হিমশিম খেতে হচ্ছে। তাই গত মঙ্গলবার ৭ জুলাই হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন চবি’র বিভিন্ন বিভাগে পড়ুয়া ১৫ জন শিক্ষার্থীকে খাদ্য সহায়তা হিসেবে ‘ভালোবাসার থলে’ প্রদান করেছে উপজেলা প্রশাসন। এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন জানান, গত কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় লকডাউন চলছে। এ কারণে যারা মেসে অবস্থান করছেন, তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে চবি’র ১৫ শিক্ষার্থীদের মেসে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।