চবি’র সাথে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের চুক্তি

35

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট-এর গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) স্মারক বক্তৃতা আয়োজন এবং সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী (ক.) স্মৃতিবৃত্তি ও সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) গবেষণা বৃত্তি (এমফিল, পিএইচডি) সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি গত ১২ সেপ্টেম্বর চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের উপস্থিতিতে উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মহীবুল আজিজ, বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট-এর ম্যানেজিং ট্রাস্ট্রি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাÐারী এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. কে এম সাইফুল ইসলাম খান। উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানান। তিনি বলেন, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে যেভাবে তাঁদের হাত সম্প্রসারণ করে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য তাঁদের এ কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার জন্য উক্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দকে অনুরোধ জানান। অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিন, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, সভাপতি ও পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চুক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী স্বাক্ষর করেন।