চবিতে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

11

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ’ ওয়ার্কসপ এর দ্বিতীয় পর্ব ২২ মে সকাল ১০টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য দেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন চবি জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। ওয়ার্কসপে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন চবি পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ও সিটিজেনস চার্টার কমিটির ফোকাল পয়েন্ট ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী এবং চবি লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আফতাব উদ্দীন।
উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল উপাদান হচ্ছে শিক্ষার্থী। তাদের সময়োপযোগী পাঠদানের মাধ্যমে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলকে অধিকতর সচেষ্ট হতে হবে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতার নিরিখে অধিকতর সেবা প্রদানের মনোভাব নিয়ে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রতি উপ-উপাচার্য আহবান জানান।
ওয়ার্কসপে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ সমূহের ডিনবৃন্দ এবং অনুষদভুক্ত বিভাগের সভাপতিবৃন্দ এবং ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি