চবিতে আইসিএবি স্টুডেন্ট সামিট সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারলে সফলতা আসবে

20

দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ব্যুরো অব বিজনেস রিসার্চ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর যৌথ উদ্যোগে ৭ ডিসেম্বর সকাল ১০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আইসিএবি স্টুডেন্ট সামিট-২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী। চবি ব্যুরো অব বিজনেস রিসার্চ এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং আইসিএবি’র উপ-পরিচালক এস এম আবদুস শাকুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবি’র সিইও শুভাশিষ বোস। অতিথি ছিলেন আইসিএবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাদাৎ হোসেন এফিসিএ, আইসিএবি’র ভাইস-প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়–য়া এফসিএ, এম.এন.কে মোবিন এফসিএ, ফৌজিয়া হক এফসিএ এবং চবি ব্যুরো অব বিজনেস রিসার্চ এর পরিচালক প্রফেসর ড. এস.এম. শোহরাবুদ্দীন।
উপ-উপাচার্য আইসিএবি এবং ব্যুরো অব বিজনেস রিসার্চ এর যৌথ উদ্যোগে একটি সময়োপযোগী ও শিক্ষার্থীদের উৎসাহমূলক অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারলে জীবনে সফলতা আসবেই। আর এজন্য প্রয়োজন শিক্ষাজীবনের প্রতিটি সময়কে যথাযথভাবে কাজে লাগানো ও কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়া। আমাদের প্রিয় শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময়। তারা একটু সুযোগ পেলেই নিজেদের দক্ষতা-যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবে। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনের লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাবে মর্মে উপ-উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি