চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে স্মৃতি সংগ্রহ শালার উদ্বোধন

27

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন পাবর্ত্য ও সমতল এলাকার স্বাস্থ্য সেবার বাতিঘর হিসেবে শতবছরের চেয়েও অধিক সময় ধরে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল। যে প্রদিপ জ্বলছে তা নিবানো যাবেনা। করুনার দুঃসময়ে এ হাসপাতাল মানুষের চিকিৎসা সেবা দিয়ে মানুষের পাশে থেকেছেন। এ হাসপাতালে যারা অতীতে পরিচালকের দায়িত্ব পালন করেছেন তাদের স্মৃতি রক্ষাতে ডা. শৈল মং চৌধুরী স্মৃতি সংগ্রহ শালার” আজ উদ্বোধন হযেছে। এ দিয়ে প্রমান হয় হাসপাতাল কর্তপক্ষ অতীতকে ভুলে যায়নি। অতিতকে সামনে রেখে বর্তমান সময়ে হাসপাতালের ব্যাপ্তী আরো সেবার পরিধী বাড়াবে সাথে এলাকার স্বাস্থ্য সেবায় ব্যাপক অবদান রাখবে। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হানপাতালের প্রাক্তন পরিচালকদের স্মৃতি রক্ষাতে ডা. শৈল মং চৌধুরী স্মৃতি সংগ্রহ শালার” উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। গত সোমবার (৮ মার্চ) হাসপাতাল ক্যাম্পাসে স্মৃতি সংগ্রহ শালার” উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার প্রবীর খিয়াং,কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের সহকারি পুলিশ সুপার রওশন আরা রব ডা. বিলিয়ম এ সাংমা প্রমুখ।