চন্দ্রঘোনা ও বোয়ালখালীতে চোলাই মদসহ আটক ২

7

কাপ্তাই ও বোয়ালখালী প্রতিনিধি

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পাচারকালীন চোলাই মদ, সিএনজি চালিত অটোরিক্সাসহ একব্যক্তিকে আটক করা হয়। গত ২৮ অক্টোবর রাত প্রায় সাড়ে ৮টায় থানাধীন ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সেলিম, এসআই অন্তু বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এদিন রাত প্রায় সাড়ে ৮টায় ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে (নং- চট্টগ্রাম- ১৪-১৪১৯) আটকানো হয়। পরে সিএনজি অটোরিক্সা তল­াশি করে চালকের সীটের নিচে থেকে এবং পিছনের খালী জায়গা থেকে ১০৫ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২১ হাজার টাকা বলে জানায় পুলিশ। এসময় মদ পাচার কাজে জড়িত থাকায় সিএনজি চালিত অটোরিক্সাসহ চালক মো. দিদারুল ইসলামকে (পিতা-মো. হুসাইন, সাং- পূর্ব বড় ভেওলা (ব্রাক্ষণপাড়া), চকরিয়া, কক্সবাজার) আটক করা হয়। আটক ব্যাক্তির বিরোদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন। অন্যদিকে বোয়ালখালীতে মিনি ট্রাক ভর্তি ১ হাজার লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ২৮ অক্টোবর উপজেলার জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে এ ট্রাক (চট্টমেট্রো-১১-৮২৫৯) জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুল করিম (৩৫) নামের গাড়ির ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সুমন কান্তি দে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার দিক থেকে আসা একটি দ্রুতগ্রামী মিনি ট্রাক জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম বাজার অতিক্রম করার সময় থামার সংকেত দিলে চালকসহ ৫ জন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এ সময় ট্রাক চালককে আটক করা হয়। ট্রাকটি তল্লাশী করে ১হাজার লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ৫জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত চালককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।