চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

52

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন নামে ভূঁয়া আইডি খুলে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগরের বিরুদ্ধে নোংরা ভাষায় নানা অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। এ ঘটনায় এবার তিনি রাঙ্গুনিয়া থানায় জিডি করেছেন। গত ১৯ এপ্রিল দুপুরে এই জিডি করেন তিনি। জিডি নং- ৬৭২ (১৯/০৪/২০২০ই)। জিডিতে বলা হয়, ফেসবুকে “সত্য কথা, রাঙ্গুনিয়া ছাত্রলীগ, চন্দ্রঘোনার খবর, অপরাধ জগত সহ বিভিন্ন নামে বেনামে ফেসবুক আইডি খুলে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, তাঁর পরিবার ও রাজনৈতিক কর্মীসমর্থকদের নিয়ে নানা আপত্তিকর ও নোংরা ভাষায় কথাবার্তা লিখে প্রচার করছে। যা সম্পূর্ণ ভূঁয়া ও মানহানিকর। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও তার কর্মী সমর্থকরা খুবই ক্ষুব্দ। তারা এই ঘটনায় যেকোন প্রতিক্রিয়া দেখাতে পারে। তাই এই অপপ্রচার চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই ফেসবুক আইডিগুলোর লিংক ও স্ক্রিনশট থানায় জমা দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চন্দ্রঘোনার চলমান উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে এবং এলাকার মানুষের কাছে তাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালাচ্ছে। এ ঘটনায় সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করার কাজ চলছে। থানায় ডায়েরিও করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে আশাকরি এই অপপ্রচারকারী চক্রকে দ্রুত চিহ্নিত করা সম্ভব হবে। এই ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ দাবী করেছেন তিনি। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি রাঙ্গুনিয়ার বিশিষ্টজন ও জনপ্রতিনিধিদের নিয়ে ফেসবুকে ভূঁয়া আইডি খুলে নানা বিভ্রান্তি জনক পোস্ট করা হচ্ছে। এই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।